নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী রেঞ্জের সর্তা বনবিটের চৌমুহনী এলাকার লোকালয় থেকে বার্মিজ অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) সকাল ১০টার দিকে উদ্ধার করে বিকাল ৩টার দিকে গহীন বনের ভেতর অবমুক্ত করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, রেঞ্জের সর্তা বন বিটের চৌমুহনী এলাকার লোকালয়ে হঠাৎ ১টি অজগর সাপ দেখা যায়। তাৎক্ষনিক খবরটি খিরাম ইউনিয়নের চেয়ারম্যান সোহরাব হোসেন সৌরভ বিট কর্মকর্তা আইয়ুব আলী মন্ডলকে মুঠোফোনে অবগত করেন। সাথে সাথে তিনি কাল বিলম্ব না করে সঙ্গীয় স্টাফ এর সহযোগীতায় সাপ'টি অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং সাপ'টি বি'ব'ক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বিকাল ৩টার সময় সর্তা বন বিটের গহীনে অবমুক্ত করা হয়।
এটির ইংরেজীতে বলা হয় Pithon Molurus Bivittatus এবং বাংলা বলা হয় বার্মিজ অজগর।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা এসএম কায়চার বলেন, সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে যথাসময়ে প্রাকৃতিক বনে অবমুক্ত করায় বিট কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জনান এবং বন সংশ্লিষ্ট জনবসতিতে বন্যপ্রানী সংরক্ষণে সচেতনতা বৃদ্ধি করার নির্দেশ প্রদান করি।