নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলায় প্রাণীসম্পদ প্রদর্শনী উদ্বোধন করেন সাবেক ৪ বারের মন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি।
বিজ্ঞাপন
বুধবার(১৬ ফেব্রুয়ারী) দুপুর ১২টার দিকে তিনি এ প্রদর্শনী উদ্বোধন করেন।
বিজ্ঞাপন
উপজেলা প্রাণীসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর যৌথ ব্যাবস্হপনায় হাটহাজারী পার্বতী স্কুল এর মাঠে প্রাণীসম্পদ প্রদর্শনী”উদ্ধোধন করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিদুল আলমের সভাপতিত্বে এবং প্রাণীসম্পদ অফিসার ডাঃ নাবিল ফারাবিহর সঞ্চালনায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি, হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম,ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাশেক,মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তার বেগম, মডেল থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম,আকবর হায়দার চৌধুরী, সাংসদের ব্যক্তিগত কর্মকর্তা সৈয়দ মঞ্জুরুল আলম, চেয়ারম্যান সরওয়ার মোরশেদ,চেয়ারম্যান নুরুল আহসান লাভু,হাটহাজারী প্রেস ক্লাব এর সভাপতি বাবু কেশব কুমার বড়ুয়া,সহ উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ও ছাত্র লীগের নেতৃবৃন্দ।