নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের দুইশত বছরের ঐতিহ্যবাহী প্রাচীন জগন্নাথ মন্দির নতুন ভাবে নির্মান কাজের ভিত্তি প্রস্তর স্হাপন করা হয়েছে।
[caption id="attachment_1395" align="alignnone" width="218"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার ১৩ এপ্রিল ২০২২ খৃষ্টাব্দ এই ঐতিহাসিক মন্দিরের নির্মাণ কাজের যৌথভাবে ভিত্তি স্হাপন করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এই সময় উপস্থিত ছিলেন, প্রবীন শিক্ষাবিদ, মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান ব্যোমকেশ দাশ, বিশিষ্ট শিল্পপতি থাইফুট প্রোডাক্টের ব্যবস্হাপনা পরিচালক মাইকেল দে, প্রতিশ্রুতিশীল সমাজ সেবক প্রদীপ বরন গুহ। সাংবাদিক কেশব কুমার বড়ুয়া, প্রবীন সমাজ সেবক, উত্তর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ গোবিন্দ প্রসাদ মহাজন, স্যানিটারী কর্মকর্তা( অবঃ) প্রনব কুমার সেন, সরকারি কর্মকর্তা( অবঃ) সমির কান্তি দাশ, শিক্ষাবিদ মিহির কান্তি দাশ, প্রাক্তন ইউ সদস্য রুপেন কুমার শীল, শিক্ষক কাঞ্চন কুমার দাশ, সরকারী কর্মকর্তা (অবঃ) দ্রুব দাশ বাসু, ব্যবসায়ী দীপক ঘোষ, তপন কুমার শীল লালু সহ প্রমুখ।