নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর পাশে একটি বাড়ীর রান্না ঘরে সাপ ঢুকে পড়ে ১ টি পদ্ম গোখরা ও ১ টি দাঁড়াস সাপ উদ্ধার করে বনবিভাগ। পরে বনে অবমুক্ত করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার (২ ফেব্রুয়ারী) সকাল দুপুরে এ সাপ দুটো উদ্ধার করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, উপজেলার ফতেপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এর পাশে একটি বাড়ীর রান্না ঘরে সাপ ঢুকে পড়েছে মোবাইলে এমন খবর পেয়ে SRT'BD টিম এর সহযোগীতায় অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ১ টি পদ্ম গোখরা ও ১ টি দাঁড়াস সাপ উদ্ধার করা হয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
পরে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক শাহ চৌধুরীর মহোদয়ের নির্দেশ মোতাবেক স্থানীয় সাংবাদিক, ইউপি সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিকেল ৪টার সময় হাটহাজারী বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয় ।।