![](https://www.hathazarinews.com/wp-content/plugins/print-bangla-news/assest/img/print-news.png)
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকা হতে ছিনতাই পরিকল্পনা কালে বিপুল পরিমান দেশী অস্ত্রসহ একজন ছিনতাইকারী’কে আটক করেছে র্যাব-৭।
শনিবার (১৫ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেফতার করা হয়।
এরই ধরাবাহিকতায় র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় ছিনতাইকারী চট্টগ্রাম জেলার হাটহাজারী থানাধীন বাসস্ট্যান্ড এলাকায় ছিনতাইয়ের উদ্দেশ্যে দেশীয় ধারালো অস্ত্র সহ অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে
হাটহাজারী থানাধীন মধ্যম মার্দাশা সিকদার বাড়ি এলাকায় পৌছালে র্যাবের উপস্থিতি টেরপেয়ে কতিপয় ব্যক্তি কৌসূলে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে র্যাব সদস্যরা আসামী মোঃ রাসেল (২৬), পিতা-শাহ আলম, সাং- বুলগাও,থানা-বায়োজিদ বোস্তামী, জেলা-চট্টগ্রাম’কে আকট করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামী’কে জিজ্ঞাসাবাদ এবং তল্লাশী কালে তার পরিহিত প্যান্টের কোমড়ে হতে একটি প্লাস্টিকের তৈরি কালো রংয়ের অস্ত্র সদৃশ খেলনা পিস্তল এবং ০১ টি লোহার তৈরি রামদা সহ বর্নিত স্থান থেকে কাঠের বাটযুক্ত সেভেন গিয়ার বিশিষ্ট ০১টি ধারালো চাকু, একটি স্টীলের তৈরী বাটন, ০১টি লোহার তৈরী ছেনি উদ্ধার সহ আসামীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এবং তার অন্যান্য সহযোগীরা পরস্পর যোগসাজস দীর্ঘদিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন এলাকায় সাধারন পথচারীদের অস্ত্রের ভয় দেখিয়ে, স্বর্ণালংকার, মোবাইল ফোন , নগদ টাকা এবং মূল্যবান জিনিসপত্র ছিনতাই করে আসছিল মর্মে স্বীকার করে।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাকে চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।