নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী চেক স্টেশন সংলগ্ন এলাকা মেহগনি কাঠের তৈরি দরজার (ফ্রেম) চৌকাঠ বোঝাই কাভার্ডভ্যান (ঢা:মে:অ ১১-৪৪৭২) অাটক ও জব্দ করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
গত ৭ জুন ১১ মাইল এলাকায় থেকে রাত ১২টার দিকে এ কাঠ ভর্তি কাভার্ড ভ্যান আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। বন আইনে ইউ,ডি,ও,আর মামলা দায়ের করা হয় ।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, এ অভিযানে স্টেশন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানায় এবং অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করি।