অরুণ বৈষ্ণব:
পবিত্র রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে হাটহাজারীতে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী ভুমি কমিশনার আবু রায়হান।
বিজ্ঞাপন
বুধবার (৬ এপ্রিল) দুপুরে এ অভিযান চালানো হয়।
বিজ্ঞাপন
জরিমানাকৃত ৩টি প্রতিষ্ঠান হল:
আল-ফয়েজ রেস্টুরেন্টে ১০০০০ টাকা, মুদির দোকানে ২০০০ টাকা, মাছ বাজারে ১০০০ টাকা জরিমানা করা হয়।
বিজ্ঞাপন
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আবু রায়হান গণমাধ্যমকে বলেন অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করা আর দোকানে মূল্য তালিকা না থাকায় ক্রেতাদের কাছ থেকে বেশি মূল্য নেওয়ার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ৩৮ ও ৫৩ ধারায় অপরাধীদেরকে জরিমানা করা হয়। এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।