হাটহাজারীতে ডাকাতি ও হত্যার চেষ্টাসহ ১৪টি মামলার পলাতক আসামী ধরলেন র্যাব!
নিজস্ব প্রতিবেদক:
ডাকাতি, অস্ত্র এবং হত্যার চেষ্টাসহ ১৪টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী ডাকাত দলের সর্দার ফরিদুল আলম @ ফরিদ ডাকাত’কে হাটহাজারী থেকে গ্রেফতার করেছে র্যাব-৭।
গত বৃহস্পতিবার (৬ জুলাই) বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী মিডিয়া পরিচালক মোঃ নুরুল আবছার বলেন, গোপন সূত্রে জানতে পারে যে, ডাকাতি অস্ত্র এবং হত্যার চেষ্টাসহ ১৪টি মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী ডাকাত দলের সর্দার ফরিদুল ইসলাম @ ফরিদ ডাকাত চট্টগ্রাম জেলার হাটহাজারী থানা এলাকায় অবস্থান করছে।
উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল গত ৬ জুলাই বর্ণিত স্থানে অভিযান পরিচালনা করে আসামী ফরিদুল ইসলাম @ ফরিদ ডাকাত, পিতা- নুরুল হুদা, সাং- খুটালাখী, থানা- চকরিয়া, জেলা-কক্সবাজার’কে আটক করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে সে নিজেকে বর্ণিত মামলাসমূহের ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী বলে স্বীকার করে।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে জিজ্ঞাসাবাদে আরো জানা যায়, সে কক্সবাজার জেলাসহ পার্শ্ববর্তী জেলাসমূহে ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে আসছে। এছাড়া সে আইন শৃংখলা বাহিনীর নিকট হতে গ্রেফতার এড়াতে ছদ্মনাম ধারণ করে কক্সবাজারসহ বিভিন্ন জেলায় বিভিন্ন পরিচয়ে আত্মগোপন করে ছিল। সর্বশেষ সে চট্টগ্রাম জেলার হাটহাজারী এলাকায় আত্মগোপন করে ছিল।
উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে ধৃত আসামীর বিরুদ্ধে চুরি, ডাকাতি, ছিনতাই, হত্যার চেষ্টা, এবং অস্ত্র আইনের মামলাসহ সর্বমোট ১৪ টি মামলার তথ্য পাওয়া যায়। যার মধ্যে কক্সবাজার জেলার চকরিয়া থানায় ১৩ টি এবং বান্দারবান জেলার লামা থানায় ১টি।
গ্রেফতারকৃত আসামী সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।