নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত হয়েছে।
শুক্রবার ( ১০ মার্চ) সকালে উপজেলা চত্বরে র্যালী, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ার অনুষ্ঠিত হয়।
পরে উপজেলা সম্মেলন কক্ষে নির্বাহী অফিসার মোঃ শাহিদুল আলমের সভাপতিত্বে।
সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভুমি আবু রায়হান, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক, ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শাহজাহান।
ফায়ার সার্ভিসের ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়ায় অংশ নেন ফায়ার সার্ভিসের কর্মী ও স্কুল শিক্ষার্থীরা।এতে আগুন নিভানোর কৌশল, আহতদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা নানান দুর্যোগ প্রশমনের মহড়া দেন উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।হাতে কলমে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেয়া হয়।