নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার যমুনা ফিলিং স্টেশন এর সামনে থেকে ৮১০ টু:=১০১.৪২ এবং ১৩৮০টুঃ ১০৩ ঘনফুট আকাশমনি ও রেইন্ট্রি চিড়াইকাঠ বোঝাই ২টি পিকআপ গাড়ী(চট্টগ্রাম ন:১১-০১০৪) সহ ৪ জনকে আটক করে র্যাব ও বনবিভাগ।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
সোমবার (৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে অভিযান চালিয়ে অবৈধ কাঠ ভর্তি পিকআপ গাড়ি আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরী বলেন, RAB-7, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এর যৌথ অভিযানে সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী উপজেলার হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার যমুনা ফিলিং স্টেশন এর সামনে সড়কে অবৈধভাবে পরিবহনকালে অভিযান চালিয়ে ৮১০ টু:=১০১.৪২ ঘনফুট এবং ১৩৮০ টুঃ১০৩ ঘনফুট আকাশমনি ও রেইন্ট্রি চিড়াইকাঠ বোঝাই পিকআপ গাড়ী (চট্টগ্রাম ন:১১-০১০৪) সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাসী পূর্বক মালামালের স্বপক্ষে বৈধ কোন কাগজ বা চলাচল পাশ না পাওয়ায় আটক ও জব্দ করা হয়। এসময় ঐ গাড়ীর চালকসহ ২ জন আসামী আটক করা হয়।
পরবর্তীতে সকাল ৮ টার সময় ১ ঘন্টার ব্যবধানে পাশাপাশি একই স্থানে ১৩৮০ ট:=১০৩.০১ ঘনফুট গামার চিড়াইকাঠ বোঝাই পিকআপসহ আরও ২ জন আসামী আটক করা হয়। জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীগুলো হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং ধৃত ৪ জন আসামী কোর্ট এ সোপর্দ করাসহ বন আইনে পি,ও,আর মামলা দায়ের করা হয়।