প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৯:২২ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৩০, ২০২৩, ৫:১৬ পি.এম
হাটহাজারীতে চোখে মরিচের গুঁড়ো মেরে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই: আটক ১
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ফতেয়াবাদ রেজিস্ট্রারী অফিসের সামনে চোখে মরিচের গুঁড়ো মেরে সাড়ে ১৪ লাখ টাকা ছিনতাই করে পালানোর সময় একজন কে হাতেনাতে আটক করে স্থানীয়রা।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল ৩টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ৪/৫ যুবক দৌড়াদৌড়ি করে সিএনজি গাড়িতে করে পালানোর সময় একজন কে কি সমস্যা জানতে চাইলে সে পুলিশ আসছে বলে পালানোর সময় আমরা তাকে আটক করি। এ সময় আরও ৩ যুবক সিএনজি গাড়িতে করে পালিয়ে যায়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এনআরবি ব্যাংকেরও কর্মকর্তা মাইনুদ্দীন মাহমুদ জানান, আমি এবং একজন সিকিউরিটি গার্ডসহ স্কুটি চালিয়ে প্রতি দিনের মতো আজও টাকা সংগ্রহ করে ১৪ লাখ ৫৩ হাজার টাকা নিয়ে চৌধুরীহাট জনতা ব্যাংকের জমা করতে যাওয়ার সময় ৪/৫ জন যুবক মাস্ক পরে আমাদের চোখে মরিচের গুঁড়ো মেরে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যাওয়ার সময় চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে এসে একজন কে আটক করে।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি এবং পর্যবেক্ষণ করে দেখছি। আরও তদন্তের জন্য আটককৃতের পরিচয় প্রকাশ করছি না।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.