প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২১, ২০২৫, ৪:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২১, ৬:৫৪ পি.এম
হাটহাজারীতে চুরি করতে গিয়ে জনতার হাতে ধৃত
নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের জব্বারহাট বাজারে এক ক্ষুদ্র ব্যবসায়ীর দোকান চুরি করে পালাতে গিয়ে জনতার হাতে ধৃত রবিউল ইসলাম ফারহান নামে এক চোর।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) ভোরে এ চোরকে স্থানীয়রা ধরে পুলিশের কাছে সোপর্দ করে।
ধৃত চোর রবিউল ইসলাম একই এলাকার আসাদ আলী হাজীর বাড়ির নুরুল আলমের পুত্র৷
ভুক্তভোগী ক্ষুদ্র ব্যবসায়ী ওয়াসীম হাটহাজারী নিউজ কে বলেন, আমি প্রতিদিন আশেপাশের এলাকার দোকানে কিছু কিছু মালামাল বিক্রি করে অবশিষ্ট মালামাল দোকানে রেখে বাড়িতে চলে যায় আর সকালে আবার এসেই জিনিসপত্র বিক্রি শুরু করি৷ কিন্তু আজ সকাল হওয়ার আগেই খবর আসে দোকান চুরির কথা৷ ছুটে গিয়ে দেখি দোকানের সাটারের তালা ভেঙে সব জিনিস তছনছ করে নিয়ে পালানোর সময় স্থানীয়রা তাকে ধরে পেলে৷
হাটহাজারী মডেল থানার ওসি রফিকুল ইসলাম হাটহাজারী নিউজ কে চুরির বিষয়টি নিশ্চিত করেছেন৷
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.