নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী পৌরসভার মাটিয়া মসজিদ এলাকায় ১২০৭ টু:=১৫৫.২৮ ঘনফুট চোরাই আকাশমনি ও গামার চিড়াইকাঠ বোঝাই পিকআপ গাড়ী (চ:মে:ন: ১১-৭২১৬) ও টেম্পু (চ:মে:প-০৫-০৪৩৯)সহ ৪ জনকে আটক করে র্যাব ও বনবিভাগ
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে পৃথকভাবে অভিযান চালিয়ে তাদের কে আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৭ সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প ও হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী এর যৌথ অভিযানে সঙ্গীয় স্টাফসহ হাটহাজারী থানাধীন হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের মাটিয়া মসজিদ নামক এলাকায় অবৈধভাবে পরিবহনকালে অভিযান চালিয়ে ১২০৭ টু:=১৫৫.২৮ ঘনফুট আকাশমনি ও গামার চিড়াইকাঠ বোঝাই পিকআপ গাড়ী (চ:মে:ন: ১১-৭২১৬) দুইজন আসামীকে হাতে নাতে ধৃত করা হয়।
পাশাপাশি একই ঘটনাস্থলে সকাল অানু: ৮:৩০ ঘটিকার সময় অবৈধভাবে পরিবহনকালে ৪৮৯ টু:=৪৪.৩২ ঘনফুট অাকাশমনি চিড়াইকাঠ বোঝাই টেম্পু (চ:মে:প-০৫-০৪৩৯)সহ দুইজন আসামী হাতেনাতে ধৃত করা হয়।
জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ী ২টি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং ধৃত আসামী কোর্ট এ সোপর্দ করাসহ বন আইনে পৃথক দুটি পি,ও,আর বন মামলা দায়ের করা হয় ।