নিজস্ব প্রতিবেদকঃ
হাটহাজারী উপজেলার গুমানমদ্দন ইউনিয়নের ২ নং ওয়ার্ড সাদেক নগর গ্রাম থেকে একটি চিতা বিড়ালকে চিতা বাঘের বাচ্চা ভেবে মেরে ফেলার সময় উদ্ধার করা হয়।
বুধবার (৫ জানুয়ারী) বিকাল ৪টার দিকে উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী হাটহাজারী নিউজ কে বলেন, উপজেলার গুমানমদ্দন ইউনিয়নে একটি চিতা বিড়াল কে চিতাবাঘের বাচ্চা মনে করে মেরে ফেলার খবর পেয়ে আমরা ছুটে যায়। কিন্তু এটি চিতা বিড়াল ( ইংরেজী : Leopard Cat, যার বৈজ্ঞানিক নাম : Prionailurus Bengalensis ) উদ্ধার করা হয় ।
পরে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশ মোতাবেক হাটহাজারী বন বিটের সংরক্ষিত বনে অবমুক্ত করা হয় ।
বন্যপ্রানী এই শীত মৌসুমে এরা লোকালয়ে ঢুকে পড়ার প্রবনতা থাকে তাই সকলের মাঝে সচেতনতা সৃষ্টি করাসহ এ ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে ।