নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রাম - খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের চারিয়া বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে ১৪৯০ টু:= ২৪৬.২৪ ঘনফুট গর্জন ও গামার চিড়াইকাঠ বোঝাই ট্রাক গাড়ী (চ:মে:ন: ১১-৯০৫৩) আটক করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (৩১ জুলাই) রাত ১২টা ৩০ মিনিটের দিকে কাঠ ভর্তি ট্রাক আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন প্রাপ্ত তথ্য সূত্র ও নির্দেশনা মোতাবেক হাটহাজারী ১১ মাইল বনজ দ্রব্য পরীক্ষণ ফাঁড়ির ইনচার্জ মো: ফজলুল কাদের চৌধুরী ও RAB-7, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এর সহযোগীতায় গতকাল ৩১ জুলাই রাত ১২টা ৩০ মিনিটের সময় হাটহাজারী থানাধীন হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়কের চারিয়া বাজার নামক এলাকায় অভিযান চালিয়ে ১৪৯০ টু:= ২৪৬.২৪ ঘনফুট গর্জন ও গামার চিড়াইকাঠ বোঝাই ট্রাক গাড়ী নং- চ:মে:ন: ১১-৯০৫৩ অাটক ও জব্দ করা হয়।
পরে জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়। এ ব্যাপারে বন অাইনে মামলা দায়ের করা হয় ।