নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার কাঁচারী রোডের বৌবাজার নামক এলাকায় ৫৫ টু:=৭১.৩১ ঘনফুট গামারী গোলকাঠ বোঝাই জীপগাড়ী (চট্টগ্রাম:গ-৫৪৬৪) আটক করে উপজেলা প্রশাসন।
বুধবার (৪ জানুয়ারী) সকাল ১১টার দিকে কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
এ সময় গাড়ির মালিক কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ শাহিদুল আলমসহ একদল চৌকস বন কর্মী ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৌরসভার কাঁচারী রোডের বৌবাজার নামক এলাকায় ৫৫ টু:=৭১.৩১ ঘনফুট গামার গোলকাঠ বোঝাই জীপগাড়ী (চট্টগ্রাম:গ-৫৪৬৪) দেখিতে পাইয়া থামানো হয় এবং উক্ত বনজ দ্রব্যের স্বপক্ষে কোন বৈধ কাগজ পত্র না থাকায় ও হাতুরী চিহ্ন পরিলক্ষিত না হওয়ায় গাড়ীর মালিককে ভ্রাম্যমান আদালতে ২০,০০০ টাকা অর্থদন্ড করা হয় এবং বন আইনে মামলা দায়ের করা হয়। জব্দকৃত মালামাল স্টেশন হেফাজতে রাখা হয়।