নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর পাড় এলাকার ওবাইদুল হক মিয়ার বাড়ী থেকে ১টি বড় আকারের গুইসাপ উদ্ধার করে বনবিভাগ।
বুধবার (৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় এ বিরল প্রজাতির গুইসাপটি উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, উপজেলার মুনিয়া পুকুর নামক এলাকার ওবাইদুল হক মিয়ার বাড়ীতে হঠাৎ ১টি বড় আকারের গুইসাপ দেখে ঐ বাড়ীর লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। তাৎক্ষনিকভাবে বিষয়টি মুঠোফোনে আমাকে অবগত করার সাথে সাথে সঙ্গীয় স্টাফ ও WSRT’BD এর সহযোগীতায় সাপ’টি অক্ষত অবস্থায় উদ্ধার করে অফিস হেফাজতে নিয়ে আসে।
পরবর্তীতে চট্টগ্রাম উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় সাপ’টি সন্ধ্যা ৭টার সময় স্থানীয় ব্যক্তি বর্গের উপস্থিতিতে হাটহাজারী বন বিটের গহীনে অবমুক্ত করা হয়।
এটিকে ইংরেজিতে Asian Water Monitor বা রামগদি নামেও পরিচিত এই গুইসাপটি। তবে যার
বৈজ্ঞানিক নাম হল Varanus Salvator.
যা এক প্রকার বড় আকারের গিরগিটির মতো। এটির সর্বোচ্চ সাড়ে ১০ ফিটের মত লম্বা এবং ওজন প্রায় ২৫ কেজি পর্যন্ত হতে পারে এদের। তবে উদ্ধারকৃত সাপটির দৈর্ঘ্যঃ ৫ ফিট এবং ওজন ৭ কেজি।
তিনি আরও বলেন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে যথাসময়ে প্রাকৃতিক বনে অবমুক্ত করায় স্টেশন কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জনান।