নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলা ধলই ইউনিয়নের এনায়েতপুর চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের চেয়ারম্যানের ঘাটার গাছ বোঝায় ২টি জীপ গাড়ী আটক করল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
মঙ্গলবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে গাছ ভর্তি জীপগাড়ি দুটি আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং একদল চৌকস বন কর্মীসহ এক ভাম্যমান আদালত পরিচালনা করে ২টি বিবিধ জ্বালানী গাছ বোঝাই জীপগাড়ী আটক করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, ধলই এনায়েতপুর সড়কের হারুন চেয়ারম্যানের ঘাটা থেকে চট্টগ্রাম শহর অভিমুখী দুটি জীপগাড়ী আটক করা হয়। পরে বনজ দ্রব্যের স্বপক্ষে কোন বৈধ কাগজপত্র নানা থাকায় ও গাড়ীর মালিককে ভাম্যমান আদালতে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে বিবিধ জ্বালানী গাছ গুলো জব্দ করা হয়।