নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাচা মিয়া হাজীর বাড়িতে কোরবানি ঈদের গরু কিংবা ছাগল না দেয়ার অপমানে সুমি আকতার নামে এক গৃহবধূর আত্মহত্যার অভিযোগ শ্বশুর বাড়ির।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (২৯ জুন) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।
অন্য দিকে, কোরবানির ঈদে মেয়ের পরিবারের পক্ষ থেকে গরু না দেয়ায় হত্যা করা হয়েছে বলে মেয়ের পরিবারের দাবি।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ ঘটনার খবর পেয়ে মডেল থানার পুলিশ উপজেলার মির্জাপুর ইউনিয়নের বাচা মিয়ার বাড়িতে নিজ স্বামীর কক্ষে গলায় ফাঁস লাগানো অবস্থা গৃহবধূর লাশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ দিকে নিহত গৃহবধূ উপজেলার গুমানমর্দ্দন ইউনিয়নের ৪নং ওর্য়াড পেশকারহাট এলাকার আশারাফ আলী মুন্সির বাড়ীর মোঃ সিরাজ মিয়ার প্রথম মেয়ে।এক বছর আগে একই উপজেলার মির্জাপুর ইউনিয়নের ফরিদ আহমেদের ছেলে তাজুল ইসলামের সাথে সুমি আকতারের বিয়ে হয়।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোঃ নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, হত্যা নাকি আত্মহত্যা সেটা পোস্ট মর্ডেমের রিপোর্টের পরে বলা যাবে।