নিজস্ব প্রতিবেদক:
নাজিরহাটের ঝংকার মোড় এলাকার বাড়ীর আঙ্গিনা থেকে বিরল প্রজাতির কিং কোবরা সাপ উদ্ধার করে বনবিভাগ।
গত সোমবার (২৬ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটের সময় এ সাপ উদ্ধার করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, নাজিরহাটের ঝংকার মোড় এলাকার ১টি বাড়ীর আঙ্গিনায় কিং কোবরা সাপ বিচরণ করতে দেখা যায়। ১০ ফুট লম্বা বড় আকৃতির ৬ কেজি ওজনের বিষধর সাপটি দেখে ঐ এলাকার লোকজনের মাঝে আতঙ্ক বিরাজ করে। উৎসুখ জনতার কেউ একজন বিষয়টি মুঠোফোনে অবগত করেন। সাথে সাথে কাল বিলম্ব না করে সঙ্গীয় স্টাফ ও WSRT’BD এর সহযোগীতায় সাপ’টি অক্ষত অবস্থায় উদ্ধার করে এবং সাপ’টি একই দিন বিকাল ৪টা ৩০ মিনিটের সময় হাটহাজারী বন বিটের গহীনে অবমুক্ত করা হয়।