নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বড়দিঘীর পাড় এলাকায় অভিযান চালিয়ে ৪৬১ টু:=১২২.৭৫ ঘনফুট সেগুন চিড়াইকাঠ বোঝাই পিকআপ গাড়ী ( চ:মে:ন: ১১-৭৮৯০)সহ ৩ জন আসামীকে আটক করে র্যাব ও বনবিভাগ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার (২২ জুলাই) ভোর ৪টার দিকে এ কাঠ ভর্তি পিকআপ গাড়ি আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপনে প্রাপ্ত তথ্য সূত্র মোতাবেক হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরী এর নেতৃত্বে RAB-7 এর সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এর সহযোগীতায় সঙ্গীয় স্টাফসহ আজ ২২ জুলাই ভোর ৪টার সময় হাটহাজারী খাগড়াছড়ি মহাসড়কের ভাটিয়ারী রাস্তারমাথা সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৬১ টু:=১২২.৭৫ ঘনফুট সেগুন চিড়াইকাঠ বোঝাই পিকআপ গাড়ী (চ:মে:ন: ১১-৭৮৯০) আটক ও জব্দ করা হয় এবং ৩ জন আসামী হাতে নাতে ধৃত করা হয়।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং ধৃত আসামী কোর্ট এ সোপর্দ করাসহ বন আইনে পি,ও,আর মামলা দায়ের করা হয় ।