প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৭:৩৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ৩১, ২০২৪, ১২:১৪ এ.এম
হাটহাজারীতে কমিউনিটি ক্লিনিক থেকে মালামাল চুরির অভিযোগ
মঙ্গলবার (৩০ জানুয়ারী) রাত সাড়ে ৭টার দিকে মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ সূত্রে জানা যায়, গতকাল সোমবার (২৯ জানুয়ারী) মধ্যে রাতে ক্লিনিকের তালা ভেঙে বিভিন্ন নেবুলাইজার মেশিন, ডায়াবেটিস পরীক্ষার মেশিনসহ জরুরি জিনিস পত্র চুরি করে নিয়ে যায়। এর আগে আরও দুই বার চুরির ঘটনা ঘটে বলে জানা যায়। এই ঘটনায় ক্লিনিকের সিএইচসিপি মিশু তালুকদার বাদী হয়ে মডেল থানায় লিখিত অভিযোগ করেন।
মেখল জান আলী চৌধুরী বাড়ি কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মিশু তালুকদার আজ বুধবার বেলা ১২টার দিকে সমকাল কে বলেন, গত ২৯ জানুয়ারী আমি ডিউটি শেষে বাসায় ফিরেছি। এরপর গতকাল মঙ্গলবার সকালে ক্লিনিকে এসে দেখি তালা ভাঙ্গা। এরপর
নেবুলাইজার মেশিন, ডায়াবেটিস পরীক্ষার মেশিন, প্রেসার মাপার মেশিন, ক্যালকুলেটরসহ মুল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। তারপর আমি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ম্যাডামকে অবহিত করি। তিনি মডেল থানায় লিখিত অভিযোগ অভিযোগ করার জন্য বলেন।
হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা আজ বুধবার সকালে সমকাল কে বলেন, উপজেলার মেখল ইউনিয়নের জান আলী চৌধুরী বাড়ির পাশের কমিউনিটি ক্লিনিক থেকে মালামাল চুরির ঘটনা ঘটে। এর আগে আরও দুই বার চুরির ঘটনা ঘটে।
হাটহাজারী মডেল থানার ওসি (অপারেশন) মোল্লা মোহাম্মদ জাহাঙ্গীর আজ বুধবার দুপুর দেড়টার দিকে অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাতে এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেন।
Copyright © 2024 Hathazarinews.com. All rights reserved.