প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ৩:০৯ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৩, ১:০৮ পি.এম
হাটহাজারীতে এসএসসি পরীক্ষার শিক্ষার্থী ৭১৭২ জন: জিপিএ ৫ পেলেন ৫১২,ফেল ১৪০১!
নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ৪৮ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করেন ৭১৭২ জন শিক্ষার্থী। তার মধ্যে জিপিএ ৫ পেয়েছেন ৫১২ জন, পাশ করেছেন ৫৭৭১ জন এবং ফেল করেছেন ১৪০১ জন।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"]
বিজ্ঞাপন[/caption]
এছাড়াও জিপিএ ৫ পায়নি যে ৭টি শিক্ষা প্রতিষ্ঠান, এনায়েতপুর উচ্চ বিদ্যালয়, গড়দুয়ারা উচ্চ বিদ্যালয়, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়, মীর নোয়াবুল হক মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, মির্জাপুর বালিকা উচ্চ বিদ্যালয়, মেখল আদর্শ উচ্চ বিদ্যালয় এবং নগেন্দ্রনাথ মহাজন উচ্চ বিদ্যালয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"]
বিজ্ঞাপন[/caption]
অন্য দিকে মাত্র একজন করে জিপিএ ৫ পেয়েছে ৬টি শিক্ষা প্রতিষ্ঠান।
এবার এসএসসি পরীক্ষায় হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয় থেকে সর্বোচ্চ জিপিএ ৫ পেয়েছেন ১০৮ জন।
কৃতকার্য যারা হয়েছেন তাদের কে অভিনন্দন আর যারা অকৃতকার্য হয়েছেন তাদের জন্য শুভকামনা রইল হাটহাজারী অনলাইন প্রেসক্লাব এবং দৈনিক হাটহাজারী নিউজ পরিবার এর পক্ষ থেকে।
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.