নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী মডেল থানাধীন ১৪নং শিকারপুর ইউপিস্থ ০৯নং ওয়ার্ডে পশ্চিম কুয়াইশ সাকিনে অনন্যা আবাসিকে এভারকেয়ার হাসপাতালের পশ্চিম পাশে আরিফের তেলের দোকানের পিছনে চৌরাস্তা থেকে এলজি ও কার্তুজসহ দুই যুবক কে আটক করে পুলিশ।
বিজ্ঞাপন
রবিবার (২২ অক্টোবর) ভোর ৫টা ৩০ মিনিটের দিকে দুইজন কে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ১.ইসমাইল হোসেন রনি(২২), পিতা-মোঃ মাকছুদুর রহমান প্রঃ দুলাল ড্রাইভার, স্থায়ী: মধ্যম বুড়িশ্চর, মানিক শাহ মাজারের উত্তর-পূর্ব কোণে, রমজান আলী মিস্ত্রীর বাড়ী প্রঃ বাদশার বাড়ী (আব্দুলের ভাড়াটিয়া), ০৪নং ওয়ার্ড, ১৫নং বুড়িশ্চর ইউপি, থানা- হাটহাজারী, জেলা -চট্টগ্রাম,
২. নুরুল হক(২২), পিতা-মৃত মোঃ সাইফুল ইসলাম, ,স্থায়ী: বাহারছড়া, আজাদের বাড়ী, ০৪নং ওয়ার্ড, থানা- কক্সবাজার সদর, জেলা -কক্সবাজার, বর্তমান: দক্ষিণ বুড়িশ্চর, জানালীহাট, শাহীনের ভাড়াটিয়া, ০৯নং ওয়ার্ড, (ভাসমান) , থানা- হাটহাজারী।
বিজ্ঞাপন
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান বলেন, মডেল থানাধীন ১৪নং শিকারপুর ইউপিস্থ ০৯নং ওয়ার্ডে পশ্চিম কুয়াইশ সাকিনে অনন্যা আবাসিকে এভারকেয়ার হাসপাতালের পশ্চিম পাশে আরিফের তেলের দোকানের পিছনে চৌরাস্তায় হাতের বাম পাশে রাস্তা থেকে ১টি দেশীয় তৈরী এলজি এবং ২ রাউন্ড কার্তুজসহ ইসমাইল হোসেন রনি(২২) এবং নুরুল হক(২২) নামে দুই জনকে গ্রেফতার করা হয়।