নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফতেপুর ইউনিয়নের মদনহাটের ১নং ওয়ার্ড জামতল নামক এলাকার ওমর ফারুক নামে এক ব্যক্তির দোকানে থেকে ১টি বড় আকারের অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (২ অক্টোবর) রাত ৮টার সময় এ সাপটি উদ্ধার করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, উপজেলার ফতেপুর ইউনিয়ন পরিষদের মদনহাটের ১নং ওয়ার্ড এর জামতল নামক এলাকার ওমর ফারুক নামে এক ব্যক্তির দোকান থেকে ১টি বড় আকারের অজগর সাপ দেখে ঐ দোকানের লোকজন আতঙ্কে আমাকে জানালে সঙ্গীয় স্টাফ ও WSRT'BD এর সহযোগীতায় সাপ'টি উদ্ধার করে অফিস হেফাজতে রাখি। এটাকে ইংরেজিতে বলে Pithon Molurus Bivittatus। যার দৈর্ঘ্য ১৪ ফুট লম্বা এবং ২০ কেজি ওজন হয়। এটাকে বাংলায় বলে বার্মিজ অজগর।
পরবর্তীতে সাপ'টি হাটহাজারী বন বিটের গহীন বনে অবমুক্ত করা হয়।