নিজস্ব প্রতিবেদক:
সারাদেশের ন্যায় হাটহাজারী উপজেলায় একদিনে করোনার প্রথম ডোজ গণটীকা পেলেন ৩১ হাজার ৩৯০ জন।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শনিবার (২৬ ফেব্রুয়ারি) টীকা প্রদান করা হয়েছে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
এ পর্যন্ত উপজেলার ৩ লাখ ৪৪ হাজার ৭১৫ জনকে টীকার আওতায় আনা হয়েছে।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
গণটিকা কার্যক্রম পরিদর্শন শেষে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, আজকের গণটীকা কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার জন্য উপজেলা স্বাস্থ্য বিভাগের সকল স্বাস্থ্যকর্মী ও ইউনিয়ন পর্যায়ের সকল সেচ্ছাসেবীগণকে আন্তরিক ধন্যবাদ জানাই।
[caption id="attachment_882" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, চমৎকার ব্যবস্থাপনার জন্য উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ও সম্মানিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি।