নিজস্ব প্রতিবেদক:
ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনায় “স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় হাটহাজারী উপজেলায় উদযাপিত হচ্ছে ভূমি সেবা সপ্তাহ।
সোমবার (২২ মে) সকালে উপজেলা সহকারী ভুমি কমিশনারের কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহ'র শুভ উদ্বোধন করা হয়।
এতে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শহিদুল আলম।
সহকারী ভুমি কমিশনার মোঃ আবু রায়হান এর সভাপতিত্বে আয়োজিত সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, ফতেপুর ইউনিয়নের চেয়ারম্যান জয়নুল আবেদীনসহ সম্মানীত সাংবাদিকবৃন্দ, সেবাপ্রার্থী, সুশীল সমাজের প্রতিনিধি ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
উপজেলা সহকারী ভুমি কমিশনার মোঃ আবু রায়হান বলেন, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে এ কর্মসূচী চলবে আগামী রোববার পর্যন্ত, জনগণকে সম্পৃক্ত করা, স্মার্ট ভূমিসেবা বিষয়ে মানুষকে জানানো ও নাগরিক অধিকার নিয়ে সচেতনতা করানো এ কর্মসূচীর মূল লক্ষ্য। ই-নামজারি, অনলাইন ভূমি উন্নয়ন কর ও অন্যান্য বিষয়ে সেবা ও ধারণা দেওয়া হবে। কোন ভোগান্তি ছাড়াই দেওয়া হবে ভূমি বিষয়ক সকল সেবা। উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসসমূহে ভূমি সেবা সম্পর্কিত বিভিন্ন সমস্যার সরাসরি উত্তর প্রদানের জন্য সেবা বুথ স্থাপন করা হয়েছে