নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার কামালপাড়া মুক্তিযোদ্ধা সড়ক থেকে ইভটিজিং এর অভিযোগে দুইজন কিশোরকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বৃহস্পতিবার (১৯ জানুয়ারী) দুপুরে স্কুল ছুটির সময় এ অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শাহিদুল আলম বলেন, ইভটিজিংয়ের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় তাদের উপর কোন কঠোর দন্ড আরোপ করা হয় নি। তবে তাদের বখাটেপনার অভিযোগ প্রমাণিত হয়েছে। ২ জনকে আটকের সময়, অপর ৪ জন দৌড়ে পালায়।
[caption id="attachment_309" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি আরও বলেন, গার্লস স্কুল সংলগ্ন এই স্থানটিতে নিয়মিত ইভটিজিংয়ের অভিযোগ রয়েছে এবং তাদের সেখানে পাওয়া যায়। তাদের মধ্যে বখাটেপনার বৈশিষ্ট্য প্রতীয়মান হওয়ায় অভিভাবকদের ডেকে সতর্ক করা হয় এবং মুচলেকা নিয়ে ছাড়া হয়।