মো.আলাউদ্দীনঃ
হাটহাজারীতে ভ্রাম্যমান আদালতের অভিযানে জমির টপসয়েল কাটার অপরাধে মো.ফোরকান আলম নামের এক ইউপি সদস্যকে ৫০ হাজার টাকা জরিমানা করে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটরের দুইটি ব্যাটারী জব্দ করা হয়েছে।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার(২৩ ফেব্রুয়ারী)বিকালের দিকে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
সূত্রে জানা যায়, ঘটনার দিন হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় ইউপি সদস্য ফোরকান আলম স্কেভেটর দিয়ে আবাসিক এলাকার (বসত-বাড়ির) ২ শ গজের মধ্যে অবৈধ উপায়ে জমির টপ সয়েল কাটাচ্ছিলেন। গোপন সংবাদের ভিক্তিতে উপজেলা প্রশাসন তা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে সংবাদের সত্যতা পান। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অবৈধ ভাবে মাটি কাটার দায়ে ইউনিয়ন পরিষদ সদস্য মো. ফোরকান আলম'কে ৫০ হাজার টাকা জরিমানা করে মাটি কাটার কাজে ব্যবহৃত স্কেভেটর এর দুটি ব্যাটারি জব্দ করেন ভ্রাম্যমান আদালত।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শাহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।