নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রামে নবম শ্রেনীর এক ছাত্রীকে অপহরণ করে বিয়ের ঘটনায় হাটহাজারীতে আশ্রয় নেয়া মো.ফরহাদ (২২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আড়াইটার দিকে বায়েজিদ থানাধীন কানন আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। অপহরনের অভিযোগে অভিযুক্ত আটক ফরহাদ সন্দ্বীপ উপজেলার মুছাপুর গ্রামের মাহফুজুর রহমানের ছেলে।
র্যাব সূত্রে জানা যায়, গত ১২ ফেব্রুয়ারি নবম শ্রেণির এক ছাত্রী করোনার ভ্যাকসিন দেওয়ার জন্য স্কুলে যায়। স্কুল থেকে ওই ছাত্রী বাসায় ফিরে না আসলে তাকে অনেক খোঁজাখুঁজি করে পরিবারের সদস্যরা। এক পর্যায়ে জানতে পারে ফরহাদ বিয়ের প্রলোভন দেখিয়ে ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় শিক্ষার্থীর মা সন্দ্বীপ থানায় একটি মামলা দায়ের করেন। গতকাল শনিবার গোপন সংবাদের ভিতিতে বায়েজিদ থানার কানন আবাসিক এলাকা থেকে ফরহাদকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহৃত শিক্ষার্থীকেও উদ্ধার করা হয়।
সূত্রে আরও জানা যায়, ফয়সাল ও ফরহাদ দুই ভাই। ওই ছাত্রীর সাথে মোবাইলে ফয়সাল প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১২ ফেব্রুয়ারি টিকা দেওয়ার কথা বলে বাসা থেকে বের হয়ে ফয়সালের কথামতো ওই শিক্ষার্থী ফরহাদের সাথে চট্টগ্রাম আসে। ওই শিক্ষার্থীকে বিয়ে করার কথা ছিল ফয়সালের। এর মধ্যে পুলিশ ফয়সালকে গ্রেপ্তার করে। পরে ফয়সাল ও তার পরিবার ওই ছাত্রী নিয়ে ফরহাদকে ফিরে আসতে বললে ফরহাদ তাকে নিয়ে উল্টো হাটহাজারীর আদর্শগ্রামের পাহাড়ি সন্দ্বীপ পাড়ার একটি বাড়িতে আশ্রয় নিয়ে তার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে ছলিমপুরের এক কাজীর মাধ্যমে তাকে বিয়ে করে।
ঘটনার সত্যতা স্বীকার করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার জানান, গ্রেপ্তার ফরহাদ ও উদ্ধার করা শিক্ষার্থীকে সন্দ্বীপ থানায় হস্তান্তর করা হয়েছে।