নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজার এলাকা সংলগ্ন পুকুর থেকে একটি অজগড় সাপ উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ১২ফিট লম্বা, ওজন প্রায় ১৭ কেজি।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার ( ১৩ এপ্রিল) সকাল ১০টার সময় দিকে এ অজগর সাপটি উদ্ধার করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, হাটহাজারী উপজেলার চিকনদন্ডী আমান বাজার এলাকা সংলগ্ন পুকুর থেকে একটি অজগড় সাপ উদ্ধার করা হয়। যার দৈর্ঘ্য ১২ ফিট লম্বা ওজন প্রায় ১৭ কেজি।
[caption id="attachment_883" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি বলেন, চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরীর নির্দেশনা মোতাবেক স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও মান্যগন্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে অজগর সাপটি হাটহাজারী বিটের গহীন বনে অবমুক্ত করা হয়।
তিনি আরও বলেন, একাজের সাথে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন সাপ বা যেকোন বন্যপ্রানী লোকালয়ে এসে মানুষের ঘরে ঢুকে গেলে যেন নিকটস্থ বন বিভাগকে অবগত করেন।সে ব্যাপারে জনগনের মাঝে বেশি বেশি সচেতনতা সৃষ্টি করতে হবে ।