নিজস্ব প্রতিবেদক:
"সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি" এ স্লোগান নিয়ে হাটহাজারী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
[caption id="attachment_5689" align="alignnone" width="300"] হাটহাজারী নিউজ[/caption]
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অনেকেই।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত "জয়িতা অন্বেষণে বাংলাদেশ" শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় 'সফল জননী' ক্যাটাগিরীতে হাটহাজারী উপজেলার 'শ্রেষ্ঠ জয়িতা' নির্বাচিতদের সম্মাননা ও ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের চেক, সনদ প্রদান করা হয়।