নিজস্ব প্রতিবেদক:
“সবার মাঝে ঐক্য গড়ি, নারী ও শিশু নির্যাতন বন্ধ করি” এ স্লোগান নিয়ে হাটহাজারী উপজেলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল আলম বাসেক ও মহিলা বিষয়ক কর্মকর্তাসহ অনেকেই।
বেগম রোকেয়া দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক পরিচালিত “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” শীর্ষক বিশেষ কার্যক্রমের আওতায় ‘সফল জননী’ ক্যাটাগিরীতে হাটহাজারী উপজেলার ‘শ্রেষ্ঠ জয়িতা’ নির্বাচিতদের সম্মাননা ও ১৬তম ব্যাচের প্রশিক্ষণার্থীদের চেক, সনদ প্রদান করা হয়।