নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের দক্ষিণ বুড়িশ্চর ৮নং ওয়ার্ড তালতলা কলোনীতে আগুনে পুড়ে গেল ১২টি ঘর। এ সময় অগ্নিদগ্ধে মারা যায় এক শিশু।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) দুপুর দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
[caption id="attachment_309" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
স্থানীয়রা জানান, সবাই জুমার নামাজ আদায় করতে মসজিদে আর মহিলারা গোসল ও কাপড় চোপড় নিয়ে ব্যস্ত। এমনই সময় আগুন লাগে ঘরে। তা মুহুর্তে ছড়িয়ে পড়ে। মানুষজন মসজিদ থেকে বেরিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। এরপর ফায়ার সার্ভিসের লোকজন এসেই আগুন নিয়ন্ত্রণে আনতে চেষ্টা করে। কিন্তু তার আগেই সব কিছু পুড়ে ছাই হয়ে যায়। এ সময় যে যার ঘর থেকে মালামাল বাইর করতে গিয়ে আগুনে পুড়ে মারা যায় এক শিশু।
বুড়িশ্চর ইউনিয়নের চেয়ারম্যান জাহেদ হোসেন বলেন, আমার এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে যায় ১২টি পরিবার। আমি খবর পেয়েছি।তবে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ ১২টি পরিবারের কাছে প্রাথমিক সহায়তা প্রদান করা হয়।