নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট এলাকায় ১০১৮ টু:=১৪০.০২ ঘনফুট আকাশমনি চিড়াইকাঠ বোঝাই পিকআপ (চট্টগ্রাম ন:১১-০১০৪) গাড়িসহ ৩ জনকে আটক করে র্যাব ও বনবিভাগ।
গত রবিবার (৬ নভেম্বর) সকাল ৭টা ৩০ মিনিটের দিকে কাঠ ভর্তি পিকআপ গাড়ি আটক করা হয়।
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, গোপন সংবাদ হতে প্রাপ্ত তথ্য মোতাবেক হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মো: ফজলুল কাদের চৌধুরী এবং RAB-7, সিপিসি-২ হাটহাজারী ক্যাম্প এর যৌথ অভিযানে হাটহাজারী বাসস্ট্যান্ড সংলগ্ন জিরো পয়েন্ট নামক এলাকায় অবৈধভাবে পরিবহনকালে অভিযান চালিয়ে ১০১৮ টু:=১৪০.০২ ঘনফুট অাকাশমনি চিড়াইকাঠ বোঝাই পিকআপ গাড়ী নং-চট্টগ্রাম ন:১১-০১০৪ সংকেত দিয়ে থামানো হয় এবং তল্লাসী পূর্বক মালামালের স্বপক্ষে বৈধ কোন কাগজ না পাওয়ায় আটক ও জব্দ করা হয়।পাশাপাশি গাড়ীর ড্রাইভারসহ তিন (০৩) জন আসামী হাতে নাতে ধৃত করা হয়।
জব্দকৃত অবৈধ বনজদ্রব্যবাহী গাড়ীটি হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয় এবং ধৃত অাসামী কোর্ট এ সোপর্দ করাসহ বন আইনে পি,ও,আর মামলা দায়ের করা হয় ।