নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনী বিট থেকে চোরাই কাঠ ভর্তি জীপগাড়িসহ (ঢা:মে:ঠ: ১১-০৪১৮) একজন কে আটক করে বনবিভাগ।
বিজ্ঞাপন
গত শুক্রবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার সময় কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
বিজ্ঞাপন
হাটহাজারী রেঞ্জ এর সহকারী বন সংরক্ষক মোস্তফা আল হোসাইন বলেন, হাটহাজারী রেঞ্জ এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ নিয়মিত টহলের সময় মন্দাকিনী বন বিটের রক্ষিত বন এলাকায় কাঠ বোঝাই ১টি জীপগাড়ী ( ঢা:মে:ঠ: ১১-০৪১৮) আসতে দেখে সংকেত দিয়ে থামানো হয়।
তিনি বলেন, পরে গাড়িটি তল্লাশী করে কোন বৈধ পারমিট না পাওয়ায় ৬২ টু:= ৯৭.৯১ ঘনফুট আকাশমনি গোলকাঠ ভর্তি জীপগাড়িসহ একজন আসামী হাতেনাতে ধৃত করা হয়। জব্দকৃত মালামাল হাটহাজারী রেঞ্জ হেফাজতে রাখা হয় এবং ধৃত আসামী মাহামান্য আদালতে সোপর্দ করাসহ পি,ও,আর বন মামলা দাখিল করা হয় ।
বিজ্ঞাপন
চট্টগ্রাম উত্তর বনবিভাগের বন কর্মকর্তা মোজাম্মেল হক শাহ চৌধুরী বলেন, হাটহাজারী রেঞ্জ ধারাবাহিক সফল অভিযানের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানায় এবং নিয়মিত টহল জোরদার করার নির্দেশ প্রদান করি।