নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের মুসাবিয়া নামক স্থান থেকে ৩৮ টু: = ৫০.৪৩ ঘনফুট আকাশমনি গোলকাঠ বোঝাই জীপ গাড়ী (নং-রাজশাহী: ব-৮২১) আটক করে বনবিভাগ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
গত শনিবার সকাল সাড়ে ১১টার দিকে এ কাঠ ভর্তি জীপগাড়ি আটক করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মন্দাকিনী বিট কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ও হাটহাজারী বিট-কাম-চেক স্টেশনের স্টাফ সহ অবৈধ আকাশমনি গোলকাঠ পাঁচারের সময় হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের মুসাবিয়া নামক স্থান হইতে ৩৮ টু: = ৫০.৪৩ ঘনফুট আকাশমনি গোলকাঠ বোঝাই জীপ গাড়ী (নং-রাজশাহী: ব-৮২১) আটক করা হয়।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
জব্দকৃত মালামাল হাটহাজারী বিট কাম চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে। এ ব্যপারে বন মামলা দাখিল করা হয়েছে ।