প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২৩, ২০২৫, ১০:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৬, ২০২২, ১:৩৫ পি.এম
হাটহাজারীতে আইপিএলের খেলার জেরে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক
হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের আমান বাজারের পশ্চিম নাজিম কলোনিতে আইপিএল খেলার সমর্থন নিয়ে প্রতি পক্ষের হামলায় ফারুক নামে এক যুবককে ছুরিকাঘাতে খুন করা হয়।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"]
বিজ্ঞাপন[/caption]
মঙ্গলবার (৫ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"]
বিজ্ঞাপন[/caption]
স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার রাতে নাজিম কলোনির সামনে আইপিলের খেলা নিয়ে ফারুক ও নাঈমের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে দুই গ্রুপের সংঘর্ষ নাইম আহত হয়।
[caption id="attachment_883" align="alignnone" width="300"]
বিজ্ঞাপন[/caption]
আহত নাইম প্রাথমিক চিকিৎসা শেষে দলবল নিয়ে ফারুকের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ফারুককে উপর্যুপরি ছুরিকাঘাতে খুন করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই তার মৃত্যু হয়।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"]
বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) রাজীব শর্মা বলেন, আমান বাজারের পশ্চিম নাজিম কলোনিতে প্রতি পক্ষে ছুরিকাঘাতে ফারুক নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে।
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.