হাটহাজারীতে অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের অভিযান!
নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স মুরাদ ব্রিকস কে এক লাখ টাকা জরিমানা করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল আলম।
রবিবার ( ১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
[caption id="attachment_10299" align="alignnone" width="300"] গুড়িয়ে দেয়া অবৈধ ইটভাটা[/caption]
উক্ত অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আশরাফুল আলম এবং অত্র কার্যালয়ের সহকারী পরিচালক নুর হাসান সজীব সহ বাংলাদেশ পুলিশ বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক জনাব নুর হাসান সজীব বলেন, চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে মেসার্স মুরাদ ব্রিকস কে ১,০০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।