নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী পৌরসভার ১১ মাইল বনজদ্রব্য পরীক্ষণ ফাঁড়ি দিয়ে অবৈধভাবে চৌকাঠ বোঝাই কাভার্ডভ্যান(ঢাকা মেট্টো ট- ২২-৫৩২৭) আটক করেছেন বনবিভাগ।
সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে এ কাঠ ভর্তি কাভার্ড ভ্যান আটক করা হয়।
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, গোপন সূত্রে প্রাপ্ত তথ্য মোতাবেক একদল চৌকস বনকর্মীসহ অভিযান চালিয়ে হাটহাজারী বিট কাম চেক স্টেশনের গেইট সংলগ্ন এলাকা থেকে অবৈধভাবে পরিবহন কালে সন্দেহভাজন কাভার্ডভ্যান নং-(ঢাকা মেট্টো ট- ২২-৫৩২৭) থামানো হয় এবং তল্লাসী করে (১১০ পিচ= ১০৮.২৬ ঘনফুট) মেহগনি কাঠের দরজার চৌকাঠসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়।
পরে চৌকাঠ বোঝাই কাভার্ডভ্যানটি স্টেশন হেফাজতে রাখা হয়েছে। বন মামলা দায়েরের প্রস্তুতি চলছে ।