নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীতে অনুমোদনবিহীন লটারি টিকেট বিক্রয়কালে ৩০ হাজার টাকা জরিমানা করলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
[caption id="attachment_6044" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (২৫ ডিসেম্বর) দুপুরে এ মাইকিং করে অনুমোদনবিহীন লটারি টিকেট বিক্রির সময় জরিমানা করা হয়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
টিকেট বিক্রির সময় ৩টি সিএনজি আটক করা হয়।
আটককৃতরা হলেন, আবুল কাশেম, মোঃ জুয়েল ও মোঃ রাশেদ। তারা উভয়ই মেখল ইউনিয়নের বাসিন্দা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, উপজেলার বিভিন্ন স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনবিহীন লটারি টিকেট বিক্রি করে মানুষ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে মাইকিং করে টিকেট বিক্রি সময় ৩টি সিএনজিসহ তিনজনকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।