নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারীতে তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের অনলাইন platform Hatahzari E Commerce (HEF)এর দ্বিতীয় বর্ষপূর্তি ও তরুণ প্রজন্মের উদ্যোক্তাদের মেলা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (১৬ সেপ্টেম্বর) সকালে হেফ এর বর্ষপূর্তি উদযাপন করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেল, HEF এর Admin তরুন উদ্যোক্তা রঞ্জন বিবেক, তারেকুল কালাম তুহিনসহ অনেকেই।