নিজস্ব প্রতিবেদক: হাটহাজারী পৌরসভার পশ্চিম দেওয়াননগর এলাকায় অজ্ঞাত খাবার খেয়ে রাসেল (১৭) ও শাকিল (১৬) নামে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
[caption id="attachment_7891" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
রবিবার (২৩ জুন) সকাল ১১টার দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।
[caption id="attachment_2711" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
নিহত মো. রাসেল পৌরসভার দেওয়াননগর এলাকার হামিদ আলী তালুকদার বাড়ির আব্দুস শুক্কুরের পুত্র এবং মো. শাকিল একই এলাকার সিদ্দিক আহমেদ বাড়ির মৃত ইলিয়াসের পুত্র।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
মারা যাওয়া রাসেল ও শাকিল দুই কিশোর সম্পর্কে খালাতো ভাই। তারা দুইজনই নেশাগ্রস্থ। নেশা সেবন করতে পৌরসভার কৃষিফার্ম এলাকায় একটি কালভার্টের পাশে বসেন। এরপর দুইজনে অতিরিক্ত নেশার কারণে পড়ে যায়।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার (২২ জুন) রাত সাড়ে ১২টার দিকে রাসেল ও শাকিল দুই কিশোর বাড়ি থেকে বের হয়ে পাশে আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিউটের অদূরে রাস্তা সংলগ্ন ব্রিজে যায়।পরে ব্রিজের নিচে মুমূর্ষু অবস্থায় তাদেরকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দুই কিশোর কে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত্যু ঘোষণা করেন।
[caption id="attachment_1422" align="alignnone" width="233"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী মডেল থানার এসআই রহমত উল্লাহ আজ রবিবার (২৩ জুন) বেলা সাড়ে ১১টার দিকে জানান, আমরা খবর পেয়েছি গতকাল শনিবার রাত সাড়ে ১২টার দিকে আঞ্চলিক কৃষি গবেষণা ইনিস্টিউটের পাশে অজ্ঞাত খাবার খেয়ে পড়ে থাকায় মুমূর্ষু অবস্থা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত্যু ঘোষণা করে। তারপর লাশ চমেক হাসপাতালে পড়ে আছে এমন খবর পেয়ে আমি লাশ উদ্ধার করতে আসছি। বিস্তারিত পরে জানানো হবে বলে জানান।
হাটহাজারী মডেল থানার ওসি মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।