নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার ফতেহপুর ইউনিয়নের মদনহাটের জামতলী এলাকার বলির বাড়ী থেকে অজগর সাপ উদ্ধার করে বনবিভাগ।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
বুধবার (৩১ আগস্ট) বিকাল সাড়ে ৩টার দিকে এ সাপটি উদ্ধার করে।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা মোঃ ফজলুল কাদের চৌধুরী বলেন, উপজেলার ফতেহপুর ইউনিয়নের মদনহাট এলাকার জামতলীর বলির বাড়িতে আজ ৩১ আগস্ট দুপুর ৩টা ৩০ মিনিটের সময় অজগর সাপ দেখে ঐ বাড়ীর লোকজন হাটহাজারী রেঞ্জ কে জানায়। তারপর সঙ্গীয় স্টাফ ও WSRT'BD এর সহযোগীতায় সাপ'টি উদ্ধার করে অফিস হেফাজতে নিয়ে আসি। সাপটির দৈর্ঘ্য প্রায় দশ (১০) ফুট,ওজন প্রায় ১১ কেজি।
পরবর্তীতে বিকাল ৫টার সময় সাপ'টি হাটহাজারী বন বিটের গহীন বনে অবমুক্ত করা হয় ।