নিজস্ব প্রতিবেদক:
হাটহাজারী উপজেলার বুড়িশ্চর ইউনিয়নের ৮নং ওয়ার্ড তালতলা কলোনীতে অগ্নিকাণ্ডে নিহত শিশুর পরিবারকে দাফন কাফন বাবদ ২৫০০০ টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের কাছে ২০০০ টাকা করে সরকারি সহায়তা নিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের কাছে ছুটে গেল নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম।
বিজ্ঞাপন
শুক্রবার (১৭ ফেব্রুয়ারী) সন্ধ্যা ছুটে যান আগুনে পুড়ে মারা যাওয়া শিশুর পরিবারের কাছে।
বিজ্ঞাপন
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল আলম বলেন, উপজেলার বুড়িশ্চর ইউনিয়নে অগ্নিকাণ্ডে নিহত শিশুর পরিবারকে দাফন কাফন বাবদ ২৫০০০ টাকা এবং অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অন্যান্য পরিবারের কাছে ২০০০ টাকা করে সরকারি সহায়তা পৌছানো হয়েছে। এছাড়া প্রত্যেক পরিবারের জন্য কম্বল ও অন্যান্য সহায়তা পৌছানো হয়েছে।