নিজস্ব প্রতিবেদক:
রাঙ্গামাটি সদর উপজেলায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে”হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে ১১টি মামলায় ১১টি যানবাহনকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা এবং হাইড্রোলিক হর্ন জব্দ করেন পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার ( ২৪ জানুয়ারী) বেলা ১১টার দিকে পরিবেশ অধিদপ্তর শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের‘ আওতায় শব্দ সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোঃ ফেরদৌস আনোয়ার, সহকারী পরিচালক মোঃ আফজারুল ইসলাম, নমুনা সংগ্রাহক চন্দন বিশ্বাস।মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহায়তা প্রদান করেন রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মুফিদুল আলম বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলার সদর উপজেলায় ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের‘ আওতায় শব্দ সচেতনতামূলক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে হাইড্রোলিক হর্ন ব্যবহারের কারণে ১১ টি মামলায় ১১ টি যানবাহনকে ২৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয় এবং হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। একই দিন রাঙ্গামাটির রিজার্ভ বাজার এলাকায় দুইটি দোকান থেকে আনুমানিক ২৫০ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয় এবং দোকান মালিকদের কে দুইটি পৃথক মামলায় ৪০০০ টাকা জরিমানা আদায় করা হয়।