নোটিশ :
hathazarinews.com ওয়েব সাইটে আপনাকে স্বাগতম...
সংবাদ শিরোনাম:
ধলইয়ে মালামাল ও গাড়িসহ প্রতারক ধরলো পুলিশ হাটহাজারীতে পাইপ ফিটারের কাজ করতে গিয়ে বিদ্যুৎষ্পৃষ্টে মিস্ত্রির মৃত্যু হাটহাজারীতে বেপরোয়া গতির বাসের ধাক্কায় প্রাণ গেলো ব্যাংক কর্মকর্তার: গুরুতর আহত ৩ হাটহাজারীতে দেশী অস্ত্রসহ ছিনতাইকারী গ্রেফতার  জাল সনদ তৈরীর দায়ে দোকান মালিকের জেল ধলইয়ের শান্তিরহাট ইটভাটা গুড়িয়ে দিলো এসিল্যান্ড মেখল ইউনিয়নে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৩ দোকান চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ চেকপোস্ট ও নিরাপত্তা মহড়া কৃষকের হাট” উদ্বোধন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক কুয়াইশ রহমানিয়া কাদেরীয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
হত্যার পর লাশ গুম মামলার প্রধান আসামি বাহার আটক

হত্যার পর লাশ গুম মামলার প্রধান আসামি বাহার আটক

হাটহাজারী নিউজ ডেস্কঃ

চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলায় হত্যার পর লাশ গুম করার মামলার প্রধান আসামি মো. ইসমাইল প্রকাশ বাহারকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাব ৭।

শনিবার (১৯ ফেব্রুয়ারি) ভোর ৬টার দিকে উপজেলার কুমিরা বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। গ্রেপ্তারকৃত ইসমাইল সীতাকুণ্ডের ফৌজদারহাটের মো. মোছা মিয়ার ছেলে। ইসমাইলের ২০১২ সালে তার স্ত্রীকে মারধরের দায়ে এক বছরের বিনাশ্রম কারাদণ্ডও হয়।

জানা যায়, ২০১৭ সালের ২৮ আগস্ট উত্তর বাঁশবড়িয়া এলাকার অর্জুন চন্দ্রনাথ ভূষি কেনার জন্য নগদ ৭০ হাজার টাকা নিয়ে বাড়ি থেকে বাজারের উদ্দেশে বের হন। এসময় ইসমাইলসহ চারজন দুস্কৃতিকারী তাকে সুলতানা মন্দির ঝুমপাড়া থেকে ধরে পাহাড়ে নিয়ে কুপিয়ে হত্যা করে।

হত্যার পর লাশ গুম করার জন্য কুমিরাঘাট সুইচগেট শ্মশানখোলার পিছনে একটি খালের পানিতে লাশটিকে ভাসিয়ে দেয়। ৩ সেপ্টেম্বর সীতাকুণ্ড থানা পুলিশ এই লাশ উদ্ধার করে। এ ঘটনায় নিহতের স্ত্রী রাণী নাথ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

মামলাটি প্রথমে সীতাকুণ্ড থানা তদন্ত করে এবং পরবর্তীতে মামলাটি সিআইডি তদন্ত করেন। সিআইডির তদন্তে ইসমাইলকে মূল আসামি হিসেবে শনাক্ত করা হয়। সিআইডির তদন্ত শেষে ঘটনাটিতে ইসমাইলসহ তার সহযোগী অপর ৪ জন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়।

র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা জানতে পারি, ইসমাইল সীতাকুণ্ড থানার কুমিরা বাজারে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার ভোর ৬টায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইসমাইল হত্যার সাথে সরাসরি যুক্ত থাকার কথা স্বীকার করে। তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এই পোস্টটি আপনার সামাজিক মিডিয়াতে ভাগ করুন




সর্বস্বত্ব সংরক্ষিত,© এই সাইডের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি
Desing & Developed BY ThemeNeed.com