প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৫, ২০২৫, ১১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১৫, ২০২২, ১:৩৪ পি.এম
“স্বাস্থ্যবিধি না মেনে চললে আবারও লকডাউন”

হাটহাজারী নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেন, স্বাস্থ্যবিধি না মেনে চললে আবারও লকডাউন।
সরকারের ১১ বিধিনিষেধ না মানলে দেশের পরিস্থিতি হবে ভয়াবহ, তখন বাধ্য হয়ে লকডাউনে যেতে হবে। তবে লকডাউন দিলে দেশের ক্ষতি তাই আমরা সেদিকে যেতে চাই না। আমরা চাই সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুক।
শনিবার দুপুরে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে সিটি স্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী বলেন, করোনার সংক্রমণ খুবই ঊর্ধ্বমুখী। প্রতিদিন এক থেকে তিন শতাংশ হারে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে আর এই হারে বাড়াটা খুবই আশঙ্কাজনক। বর্তমানে প্রায় এক শতাংশ লোকের আইসিইউ প্রয়োজন হচ্ছে আর এই হারে রোগীর সংখ্যা বাড়তে থাকলে হাসপাতালে জায়গা হবে না। ( নিউজ সংগৃহীত)
Copyright © 2025 Hathazarinews.com. All rights reserved.