হাটহাজারী নিউজ ডেস্ক:
প্রফেসর ডাঃ মীরজাদী সেবরিনা ফ্লোরা আগের থেকে ভালো আছেন জানিয়েছেন ডাঃ সৈয়দ সুজন।
[caption id="attachment_1365" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
শুক্রবার (২৫ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালের ডাঃ সৈয়দ সুজন।
[caption id="attachment_881" align="alignnone" width="300"] বিজ্ঞাপন[/caption]
তিনি বলেন, ইউরিন আউটপুট শুরু হয়েছে। ডায়ালাইসিস ডেপেন্ডেন্স কমেছে। যদিও এখনো সাপোর্টে আছেন। তিনি Pancreatic Duct Stenosis ছিল। ERCP করে ডায়ালেট করার পর Pancreatitis ডেভেলপ করে, যা হওয়াটা খুবই স্বাভাবিক । এখন গত তিন দিন আগের থেকে ভালো। কাল থেকে Feeding স্টার্ট করবে। প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রীনা ফ্লোরার সাথে তার হাজব্যান্ড ও মেয়ে আছেন। তিনি বিখ্যাত প্রফেসর আলফ্রেড কোউ চেইহ এর আন্ডারে চিকিৎসাধীন।