হাটহাজারী নিউজ ডেস্ক:
প্রফেসর ডাঃ মীরজাদী সেবরিনা ফ্লোরা আগের থেকে ভালো আছেন জানিয়েছেন ডাঃ সৈয়দ সুজন।
শুক্রবার (২৫ আগস্ট) রাতে এ তথ্য জানিয়েছেন সিঙ্গাপুর ন্যাশনাল হসপিটালের ডাঃ সৈয়দ সুজন।
তিনি বলেন, ইউরিন আউটপুট শুরু হয়েছে। ডায়ালাইসিস ডেপেন্ডেন্স কমেছে। যদিও এখনো সাপোর্টে আছেন। তিনি Pancreatic Duct Stenosis ছিল। ERCP করে ডায়ালেট করার পর Pancreatitis ডেভেলপ করে, যা হওয়াটা খুবই স্বাভাবিক । এখন গত তিন দিন আগের থেকে ভালো। কাল থেকে Feeding স্টার্ট করবে। প্রফেসর ডাঃ মীরজাদী সেব্রীনা ফ্লোরার সাথে তার হাজব্যান্ড ও মেয়ে আছেন। তিনি বিখ্যাত প্রফেসর আলফ্রেড কোউ চেইহ এর আন্ডারে চিকিৎসাধীন।